ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোর্ট হিলে ভবন নির্মাণে গাছ কর্তন, ৪ শ্রমিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
কোর্ট হিলে ভবন নির্মাণে গাছ কর্তন, ৪ শ্রমিক আটক ...

চট্টগ্রাম: আইনজীবীদের ভবন নির্মাণের জন্য কোর্ট হিলের গাছ কেটে ফেলার দায়ে চারজন শ্রমিককে আটক করেছে পুলিশ।  

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাছ কাটার সময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নির্দেশে ওই শ্রমিকদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে চারজন শ্রমিককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে আইনজীবীরা বলছেন, সম্প্রতি একুশে আইনজীবী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুযায়ী নির্মাণকাজ শুরু হয়েছে। আটক চারজন শ্রমিক এ ভবন নির্মাণে কাজ করছিলেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, শ্রমিক আটকের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান বাংলানিউজকে বলেন, পরিবেশের ক্ষতিসাধন করে ভবন নির্মাণ করার জন্য গাছ কাটার সময় চার শ্রমিককে আটক করেছে পুলিশ। পরিবেশ রক্ষার্থে আমরা মন্ত্রী মহোদয়কে বিষয়টি অবহিত করেছি।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।