ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাণিজ্যের চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
বাণিজ্যের চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে ...

চট্টগ্রাম: বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্রপথে বাণিজ্যের ভবিষ্যৎ চাহিদা মেটাতে চট্রগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সঙ্গে বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানো হলে, তা আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করে বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সহায়তা করবে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, এএম শফিউল করিম  খোকন), মো. হাসান (জ্যাকি) এবং এম এহসানুল হক উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমেই প্রসারিত হচ্ছে, তাই, সঙ্গতভাবেই আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণও বাড়ছে। এ প্রেক্ষাপটে, বর্ধিত বাণিজ্য প্রবাহ পরিচালনার জন্য চট্রগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো অপরিহার্য।

তিনি বলেন, এটা সত্যি উৎসাহব্যঞ্জক যে বাংলাদেশের পোশাক রফতানি বাড়ছে এবং আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে ব্যবসা আরও বাড়বে। কারণ, শিল্পে কমপ্লায়েন্সের প্রতিপালন, পণ্যের গুণগতমান এবং বাংলাদেশের সক্ষমতার কারণে পোশাক শিল্প বৈশ্বিক ক্রেতাদের আস্থা অর্জন করেছে। প্রবৃদ্ধি বজায় রাখার জন্য সময়মতো পণ্যের জাহাজীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ কারণে বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো জরুরি।

বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে রফতানি-আমদানি কার্যক্রম দ্রততর করা ও নির্বিঘ্ন রাখাও গুরুত্বপূর্ণ।

বিজিএমইএ নেতারা চট্রগ্রাম বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গৃহীত সব পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা চট্রগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

>> সোঙ্গা চিতা: পোশাক রফতানিতে নতুন দিগন্ত বাংলাদেশের

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।