ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ  ...

চট্টগ্রাম: সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৬,৭,৮,৯ নম্বর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাংলানিউজকে এ অভিযোগ করেছেন ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু তাহের।

 

তিনি  বলেন, সকাল থেকে আমার এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ৯ নম্বর কেন্দ্রে সরাসরি নৌকায় সিল মারা হচ্ছে।

কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ৬ নম্বর কেন্দ্রে নৌকার প্রার্থী জসিম উদ্দিনের উপস্থিতিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসর মোহাম্মদ ইফরাদ বিন মনির। তিনি বলেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।