ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, গুলি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সাতকানিয়ায় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, গুলি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সাতকানিয়ার খাগরিয়ায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গুলি বিনিময় হয়।

 

দুইপক্ষের সংঘর্ষের কথা স্বীকার করলেও গুলির বিষয়টি অস্বীকার করে সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।  

সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এমআর/বিই/এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।