ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোয়াত জাহাজ প্রতিরোধ দিবসের আলোচনা সভা বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
সোয়াত জাহাজ প্রতিরোধ দিবসের আলোচনা সভা বৃহস্পতিবার সংগৃহীত ছবি

চট্টগ্রাম: একাত্তরের ২৪ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণের জন্য পশ্চিম পাকিস্তান থেকে অস্ত্র-গোলাবারুদ নিয়ে আসা সোয়াত জাহাজের খালাস প্রতিরোধ করেছিলেন বন্দরের শ্রমিক ও জনতা। দিবসটি স্মরণে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৩টায় আলোচনা সভা করবে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর শাখা।

 

বন্দরের ৩ নম্বর জেটি গেট সংলগ্ন ফকিরহাট ওভারব্রিজের পাশে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদের সভাপতি কমোডর (অব.) জোবায়ের আহমদ।

 

ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান বাংলানিউজকে বলেন, সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৩ , ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।