চট্টগ্রাম: কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় অবৈধভাবে দখলকৃত ৫ একর জায়গা উদ্ধার করেছে সড়ক ও জনপথ বিভাগ। উচ্ছেদ করেছে দেড় শতাধিক পাকা-আধা পাকা, কাঁচা ও ভাসমান দোকানপাট।
বুধবার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের আইন ও এস্টেট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযানে পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় অবৈধভাবে দখলকৃত ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ক্রসবর্ডার ইমপ্রুভমেন্ট প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমদ, উপ-প্রকল্প ব্যবস্থাপক নাসরিন আরা শাহী, সার্ভেয়ার কামরুল হাসান। অভিযানে অংশ নিয়েছিল জেলা ও চন্দনাইশ থানা পুলিশ এবং চন্দনাইশ ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০২২
বিই/টিসি