ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দ্রুতযান স্পেশাল সার্ভিস বাসে ভাড়া কমলো ৫ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
দ্রুতযান স্পেশাল সার্ভিস বাসে ভাড়া কমলো ৫ টাকা ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলা থেকে নগরের নিউমার্কেট রুটের দ্রুতযান স্পেশাল সার্ভিস বাসে ভাড়া কমানো হয়েছে ৫ টাকা। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে এটি কার্যকর করা হয়েছে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান।  

তিনি জানান, সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে, তাই আমরা জনস্বার্থে বাস ভাড়াও কমিয়ে দিয়েছি।

৪৫ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করেছি। এর ফলে হাটহাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বড় একটি এলাকার যাত্রীরা উপকৃত হবেন আশাকরি।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্যান্য লোকাল বাস সার্ভিসের ভাড়াও কমানো হবে বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দেওয়ার পর।  

>> ৫ টাকা কমলো জ্বালানি তেলের দাম, রাত ১২টা থেকে কার্যকর

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।