ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাপস ও সুদীপকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
তাপস ও সুদীপকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

কলকাতা: রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারি মামালায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা সংসদ সদস্য অভিনেতা তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এ জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে বৃহস্পতিবার সকালের দিকে সিবিআই দু’দফায় তাপস পাল এবং বলিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে।

প্রধানত কোনোভাবে এ দুই নেতা তাদের প্রভাব খাটিয়ে রোজভ্যালি কোম্পানি থেকে আর্থিক সুবিধা পেয়েছেন কিনা এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে বলে সূত্র জানায়।

সিবিআই গোয়েন্দারা এ দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে পরিষ্কার ধারণা নিতে চাইছেন।

অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা জানিয়েছেন, যতোদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুক্তি দেওয়া না হবে ততোদিন এ প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।