পাবনা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পাবনা জেলার আয়োজনে দ্বি-বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের সোনাপট্টির পাবনা চেম্বার অব কমার্স ভবনের চতুর্থ তলায় বাজুস পাবনা শাখার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সদরসহ নয় উপজেলার তিন শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সভায় গত দুবছরের আয়-ব্যয়ের হিসাবসহ আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন কার্যনির্বাহী পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন, বাজুস রাজশাহী বিভাগের বিভাগীয় প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম অপু প্রমুখ।
জয়নাল আবেদীন খোকন বলেন, বাজুস গঠনের মাধ্যমে এখন সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারছেন। সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীরা একটি নিয়মের মধ্যে এসেছেন। বাজুস আজ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে। বাজুস দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও ক্রেতাদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। বাজুস ক্রেতাদের ঠকানোর হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে বাজুস। বাজুস স্বর্ণের দর, আন্তর্জাতিক বাজারদর ঠিক রেখে দর নির্ধারণ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ভারত, দুবাই, সিঙ্গাপুরসহ উন্নত দেশে স্বর্ণের কাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি কীভাবে সহজে ব্যবহার করা যায় তার জন্য কাজ করছি। বাজুস দেশের এই স্বর্ণ ব্যবসাকে বিশ্বের কাছে পৌঁছে দিতে কাজ করছে।
বাজুস পাবনা জেলা শাখার সভাপতি কুতুবউদ্দিন শেখ সুইটের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাজুস পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সহ-সভাপতি ইবরাহীম বিশ্বাস মিঠু, সহ-সভাপতি আকুল হোসেন প্রামাণিক, সহ-সভাপতি মো. মামুন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হ্যাপি, কার্যকরী সদস্য বাদশা সরদার, মনিরুল ইসলাম মনির, মো. সুজন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এসআরএস