ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
শাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন 

শাবিপ্রবি (সিলেট): ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৫ ফেরুয়ারি) সকালে এ দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

সংক্ষিপ্ত বক্তব্যে ড. রাশেদ তালুকদার বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর গ্রন্থাগার শিক্ষার মেরুদণ্ড। তাই দেশ ও শিক্ষাকে এগিয়ে নিতে হলে গ্রন্থাগার ব্যবহারের কোনো বিকল্প নেই। দেশের অন্যান্য লাইব্রেরির চেয়ে আমাদের লাইব্রেরি অনেক সমৃদ্ধ। তাই আমাদের লাইব্রেরিতে যে রিসোর্স বা সুযোগ-সুবিধা রয়েছে তা সকল শিক্ষক-শিক্ষার্থী ব্যবহার করে জ্ঞানের ভাণ্ডারকে আরো প্রসারিত করতে পারবে।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।