ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দেশের ১৯ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
দেশের ১৯ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা: শিক্ষাবর্ষ ২০২২-২৩এর এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেশের ১৯ কেন্দ্রে শুরু হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিচ্ছে ২০ হাজার ভর্তিচ্ছু।

শুক্রবার (১০ মার্চ) সকাল দশটায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা  চলবে বেলা ১১ টা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার্থী সকাল সাড়ে নয়টার আগেই কেন্দ্র প্রবেশ করছেন। বাইরে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।  

সংশ্লিষ্টরা জানান, এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলো হল-কলা ভবনে ৩ হাজার ৪৮৭ জন, লেকচার থিয়েটার ভবনে ৪ শত ৪৩ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪ হাজার ২৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ২ হাজার ৭০০, মোকাররম ভবনে ২ হাজার ৩৩৬ জন, গণিত ভবনে ১ হাজার২৬১, মোতাহার হোসেন ভবেনে ১ হাজার ৩৪০ জন, উদয়ন স্কুলে ১ হাজার ৭৬০ জন এবং বেগম বদরুন্নেছা কলেজে ২ হাজার ৬৪৮ জনের আসন রাখা হয়েছে।

বাংলাদেশ সময় ঘণ্টা ১০৪০, মার্চ ১০, ২০২৩
এসকেবি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।