ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক আমিনা পারভীন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক আমিনা পারভীন অধ্যাপক আমিনা পারভীন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আমিনা পারভীন।

রোববার (১২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস।

তিনি জানান, আমাদের বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আমিনা পারভীন। তিনি সদ্য সাবেক অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের পদে স্থলাভিষিক্ত হবেন। দায়িত্ব নেওয়ার পর থেকে আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।  

নিজের অনুভূতি জানিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনা পারভীন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের গুণগত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সব শিক্ষকদের নিয়ে একযোগে কাজ করতে চাই। এ জন্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।