ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা মং প্রু সেইন শিক্ষাবৃত্তি দান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধা মং প্রু সেইন শিক্ষাবৃত্তি দান 

খাগড়াছড়ি: আমার আলোয় বিকশিত হোক আমার পৃথিবী এই শ্লোগানে সেনাবাহিনী  খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।

 বৃহস্পতিবার (৩০ মার্চ) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ বৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেযারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মো. নাইমুল হক, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে পাঁচ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ২০১৬ সাল থেকে খাগড়াছড়ি রিজিয়ন এ বৃত্তি দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩ 
এডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।