ঢাকা: বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে (বিএলএসডিসি) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন মেইনটেন্যান্স এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বিষয়ে কোর্স সম্পন্ন করলেন ২০ তরুণ।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের অংশীদারিত্বে তিন মাসের প্রশিক্ষণ শেষে রোববার (১২ জানুয়ারি) এ সনদ বিতরণ করা হয়।
রোববার দুপুরে ঢাকার অদূরে কেরানীগঞ্জে বিএলএসডিসির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে প্রধান অতিথি হিসেবে ফ্রেন্ডশিপের শিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক রেজা আহমেদ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলএসডিসির ইনচার্জ অবসরপ্রাপ্ত মেজর মো. গোলাম হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপ এবং ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তিনি প্রশিক্ষণের গুণগত মানের প্রশংসা করেন এবং এর মাধ্যমে তরুণদের জীবনে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন, বসুন্ধরার এ প্রশিক্ষণ সেন্টার থেকে কী শিখলে এবং কী করছো, সেটা দেখে তোমাদের পরিবারের ও সমাজের অন্যরাও কাজে লাগাবে। শুধু স্কিল ডেভেলপমেন্ট করলে হবে না, সেটাকে ইতিবাচক কাজে লাগাতে হবে। আমরা তোমাদের ভালো শিক্ষার্থী নয়, সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।
তিনি বলেন, দক্ষতার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। আমাদের এ কাজে বসুন্ধরা এগিয়ে এসেছে। এজন্য বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। বসুন্ধরার এ ট্রেইনিং সেন্টার অন্যদের থেকে আলাদা। কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে কোর্সের বাইরে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করে। আমরা প্রত্যাশা করছি ভবিষ্যতে বসুন্ধরার সঙ্গে আরও এ রকম প্রশিক্ষণ করাতে পারবো।
তিনি আরও বলেন, জীবনে আমাদের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেটাকে মানিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তোমাদের চাকরির জন্য আমাদের চেষ্টা সব সময় থাকবে। নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে যে কোনো পরিস্থিতি বা সমস্যা নিজের মতো করে সমাধান করতে হয়। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তবে চেষ্টা করতে হবে, সেই চেষ্টাই তোমাদের করতে হবে। তোমরা সুনামযোগ্য কাজ করো। নিজের শেকড়টাকে মনে রেখো। শুধু দেশের প্রতি সমাজের প্রতি দায়িত্বটা মনে রাখতে হবে।
সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিতরা নিজ নিজ পেশায় দেশ ও বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে অর্থনীতিতে অবদান রাখবে। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকরা নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখতে পারবে।
তিনি বলেন, বসুন্ধরার সঙ্গে ফ্রেন্ডশিপের এটাই প্রথম প্রজেক্ট। প্রতিটা প্রশিক্ষণার্থী ভালো রেজাল্ট করেছে। এজন্য আমি তাদের বলবো তারা যেন এ পেশা পরিবর্তন না করে। প্রাথমিক পর্যায়ে বেতন কম হলেও ভবিষ্যতে দেশে ও বিদেশে সুনাম অর্জন করবে।
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নতুন প্রতিষ্ঠান হিসেবে তাদের উদ্যোগের মাধ্যমে ভালো কাজ করে চলেছে। দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আওতায়, ফ্রেন্ডশিপ প্রজেক্টের অংশ হিসেবে ‘রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) এবং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম)’ বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ পরিচালিত হয়। যেখানে ২০ জন অংশগ্রহণকারী সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। তাদের মধ্যে ১০ জনকে ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এবং মেইনটেন্যান্স (ইআইএম) ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে নয়জন এনএসডিএর মূল্যায়নে কৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, ১০ জনকে রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং (আরএসি) ট্রেডে প্রশিক্ষিত করা হয়েছিল এবং ১০ জন প্রশিক্ষণার্থীই এনএসডিএর মূল্যায়নে কৃতকার্য হয়েছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ৩৬০ ঘণ্টার কারিগরি ও কর্মজীবন উন্নয়নমূলক পাঠ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এডুকেশন প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. অলিভ হুসাইন (অলিভ), ফ্রেন্ডশিপ এডুকেশন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আমিনুর ইসলাম, ফ্রেন্ডশিপ এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার জামিয়া রহমান খাঁ তিশা, ফ্রেন্ডশিপ এডুকেশন প্রোগ্রামের সিনিয়র ফটোগ্রাফার আহাদ হুসাইন রাসেল।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
জিসিজি/আরআইএস