ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ৫, ২০২৩
জবি ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলন হচ্ছে একটি সেতুবন্ধন। বর্তমানে সারা বিশ্বে চলা তাপদাহ নিরাময়ে এ বিভাগের গবেষণা ও ফিল্ড ওয়ার্ক প্রয়োগ করা সম্ভব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডিগ্রির মাধ্যমে তাদের বিভাগকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভাগ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ করে দিচ্ছে। তাদের যোগ্যতাই তাদের এ সুযোগ করে দিচ্ছে।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষক নিউটন হাওলাদার।

এতে প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও বিভাগের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ০৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।