ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিত ৯৪.৫৭ শতাংশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ৬, ২০২৩
ঢাবির ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে উপস্থিত ৯৪.৫৭ শতাংশ

শাবিপ্রবি, (সিলেট): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে উপস্থিত ছিলেন ৯৪ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. দিলারা রহমান।

তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‌‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৬৫৬ জন। অর্থাৎ উপস্থিত ছিলেন ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘এ’র কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান উপাচার্য।

এদিকে আগামী শুক্রবার (১২ মে) ‘বিজ্ঞান ইউনিট’ এবং শনিবার (১৩ মে) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।