ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বৃষ্টি, সম্পাদক নিকি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
জাবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বৃষ্টি, সম্পাদক নিকি ইফাত তাসনিম বৃষ্টি ও নিকি জামান

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফোটোগ্রাফিক সোসাইটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চারুকলা বিভাগের ইফাত তাসনিম বৃষ্টিকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের নিকি জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের শিক্ষার্থী।  

বুধবার (২৪ মে) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আহমেদ রেজা, সহযোগী অধ্যাপক ধীমান সরকার ও নাসরিন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।  

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন তানভীর পালোয়ান অপূর্ব ও তন্ময় অন্তু পল। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহির মহিউদ্দিন জামান ও গোলাম রাউফু।  

এছাড়া কোষাধ্যক্ষ পদে আনিকা রাহি ও চয়ন মাহমুদ প্রিন্স, প্রচার সম্পাদক পদে সেজান আহমেদ মনোনীত হয়েছেন। অনুষ্ঠান সম্পাদক পদে রয়েছেন রেজাউল মতিন অন্তর, ইফার সাদি ও জান্নাতুল নাইমা অন্যন্যা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ