ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ         

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
        

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  

বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে এডিপি প্রকল্পের আওতায় শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।  
শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ, ইউপি সদস্য ভজন বসু, শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল শেখ, শিক্ষার্থী আরাফাত সানী বক্তব্য দেন।
 
শিক্ষার্থী আরাফাত সানী বলে, আমাদের অনেকেরই স্কুলব্যাগ ছিল না। আজ আমরা স্কুল ব্যাগের সঙ্গে নানা ধরনের শিক্ষা উপকরণ পেলাম। আমরা এসব পেয়ে আনন্দিত।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা,  মে ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।