ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২৫, ২০২৩
দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। প্রথম মেয়াদ শেষের দিনেই নিয়োগ পেলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান নিয়োগের জন্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৫ মে) কাতার সফর থেকে দেশে ফিরে অধ্যাপক শহীদুল্লাহকে নিয়োগ দিয়ে ফাইলে সই করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।