ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয়করণসহ ৭ দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
জাতীয়করণসহ ৭ দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের

ঢাকা: মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণসহ ৭ দফা দাবি জানিয়েছেন এ মাধ্যমের শিক্ষকরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।

মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো তারাও (স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করেন। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন পেলেও ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তেমন কোনো বেতন পান না। ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকরা আড়াই হাজার টাকা, সহকারী শিক্ষক ২ হাজার ৩০০ টাকা পান। বাকি রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদরাসার শিক্ষকরা ৩৯ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। তাই আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণসহ ৭ দফা দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, গত ১২ অক্টোবর (২০২২)  আমাদের দাবির কথা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করলে তিনি ৪ মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু এরপর ৪ মাসতো দূরের কথা ২ বছর অতিবাহিত হলেও আমাদের দাবি আজও বাস্তবায়িত হয়নি। তাই আজকে আমরা আমাদের দাবির প্রেক্ষিতে মানববন্ধন করতে বাধ্য হলাম।  

তাদের ৭ দফা দাবিগুলো হলো- 

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাইমারির ন্যায় জাতীকরণ করা; প্রাথমিক শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ সুবিধা প্রদান করা; মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোকে অবিলম্বে কোড নাম্বারে অন্তর্ভুক্ত করা; প্রাথমিক শিক্ষকদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের পি টি আই ট্রেনিংয়ের ব্যবস্থা করা; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় চতুর্থ শ্রেণির পদ সৃষ্টি করা; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা; এবং প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করা।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐকঢজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, বশির উল্লাহ আতাহারী, সামছুল আলম, মাহমুদুল হাসান, আ. রহিম ও মো. আলামিন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসসি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।