ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৪ শতাংশ ভর্তিচ্ছু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ৩, ২০২৪
গুচ্ছভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৪ শতাংশ ভর্তিচ্ছু

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

এই পরীক্ষায় ২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ শিক্ষার্থী অর্থাৎ ৯৩ দশমিক ৭৩ শতাংশ।

অনুপস্থিত ছিল ১৫১ জন শিক্ষার্থী।  

শুক্রবার (৩ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান।  

এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, ই বিল্ডিং ও সামাজিক বিজ্ঞান বিল্ডিংয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খান বলেন, এবার শাবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ২ হাজার ৪০৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আবেদন করেলেও শুক্রবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১৫১ জন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ৭৩ শতাংশ উপস্থিত ছিলেন।

পরীক্ষা দিতে আসা এক অভিভাবক গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশংসা করে বলেন, তিন বছর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের সারা দেশে যাওয়া-আসা করতে হতো, এতে মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সমস্যার পাশাপাশি যাতায়াত সমস্যার ও সম্মুখীন হতে হতো। কিন্তু এখন বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিড়ম্বনা কমে আসছে।  

প্রসঙ্গত, এবার দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

এদিকে ‘সি’ ইউনিট (বাণিজ্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০ মে)।  

এর আগে গত ২৭ এপ্রিল বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।