ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে ক্লাস শুরু ২ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
কুয়েটে ক্লাস শুরু ২ সেপ্টেম্বর

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষা কার্যক্রম রোববার (২৫ আগস্ট) শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির অবনতি এবং ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম সোমবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।

রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।