ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

শিক্ষা

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আরো ২ বিভাগ চালু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে আরো ২ বিভাগ চালু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) আরো দু’টি নতুন বিভাগ খোলা হয়েছে।

নতুন এ বিভাগ হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ও ব্যাচেলর অব বিজনসে অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)।



এ বিষয়ে বিএইউএসটির রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ মোহাব্বত খান গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন। সে সময় তিনি পরবর্তী সেমিস্টারে আরো তিনটি বিভাগ চালুর অনুমতি দেন। সেই ধারাবাহিকতায় নতুন দু’টি বিভাগ চালু করা হয়েছে।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি সৈয়দপুর সেনানিবাসে বিএইউএসটি যাত্রা শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। শুরুতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকেল   ও মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।