ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘জবির উন্নয়নে আসছে ৫শ’ কোটির মেগা প্রকল্প’

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
‘জবির উন্নয়নে আসছে ৫শ’ কোটির মেগা প্রকল্প’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও আবাসিক সংকট নিরসনের জন্য পাঁচশ কোটি টাকার মেগা প্রকল্প আসছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জবি উপাচার্য বলেন, ২শ’ ৭৪ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ৫শ’ কোটি টাকার এ মেগা প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা আবেদন করবো এবং এ প্রকল্প নিয়ে কাজ করবো।

প্রধানমন্ত্রীর বরাদ দিয়ে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা ও প্রকৌশল দফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে মেগা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। এ প্রকল্প বাস্তবায়ন হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্বিক সমস্যা কাটিয়ে ওঠতে পারবো।

তিনি আরও বলেন, এ মেগা প্রকল্পের ভেতর আবাসিক হল, টিএসসি, শিক্ষার্থীদের খেলার মাঠ, উপাচার্যসহ অনেকেরই বাস ভবন করা সম্ভব হবে।

জগন্নাথের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রের বিপ্লব উল্লেখ করে উপাচার্য বলেন, ‘we are only number two, so we try hearder.’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরাই রানা আপ। আমরা আমাদের শিক্ষার্থীদের একটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি শেখাতে পেরেছি।

এর আগে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে জবি ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেন, এখন সময় যেমন বাংলাদেশের, তেমন শিক্ষা ক্ষেত্রে সময় হচ্ছে জগন্নাথের। আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে অবদান রাখবে।

আলোচনা সভায় জবি রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আলী আক্কাস, জবি শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেত্রীরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এরআগে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে ও পায়রা উড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক যুগ উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সারাদিনের বিভিন্ন অনুষ্ঠান শেষে বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীত শিল্পী এবং পরে নগরবাউল জেমস ও শিরোনামহীন তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শুনাবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ডিআর/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।