ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় আটক ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় আটক ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি জালিয়াতের অভিযোগে সাত ভর্তিচ্ছুকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।


শুক্রবার (২১ অক্টোবর) পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।


আটকদের মধ্যে নওরীন জাহান ও ইমরান খান শোভনকে ইডেন কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়।

আর আল ইমরান নামে একজনকে আইবিএ কেন্দ্র থেকে আটক করা হয়।

এছাড়া সিদ্বেশরী গার্লস কলেজ, বদরুন্নেছা মহিলা কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে বাকিদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে তিনজনকে প্রক্টর অফিসে আটক করে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬

এসকেবি/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।