ঢাকা: যথাযোগ্য মর্যাদায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন আইইউবিএটি রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, বাঙালির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তার সুদূরপ্রসারী বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের নতুন একটি রাষ্ট্র। তরুণ সমাজকে সত্য ও সঠিক ইতিহাস ধারণ করে বঙ্গবন্ধুর মহান আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
ওএইচ/