ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির করোনা ল্যাবে ৮৫ জনের করোনা পজিটিভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
শাবিপ্রবির করোনা ল্যাবে ৮৫ জনের করোনা পজিটিভ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ২৮২ করোনার নমুনা পরীক্ষা করে ৮৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুইশ ৮২টি নমুনার মধ্যে ৮৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট জেলার ৬৪ জন, সুনামগঞ্জের তিন জন এবং হবিগঞ্জের দুই জন, মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।