ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে থিম সং আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি ‘থিম সং’ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। ‘থিম সং’ টি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে ‘থিম সং’ আহ্বান করা হচ্ছে। ‘থিম সং’ টি অবশ্যই একটি পূর্ণাঙ্গ গান হতে হবে। যে কোনো সুরকার, গীতিকার এবং শিল্পী সম্মিলিতভাবে অথবা যে কেউ এককভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ‘থিম সং’ এর মধ্যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস এবং সমাজে ও দেশে অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে।
থিম সংটি আগামী ৩১ মে তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, প্রশাসন-৩ শাখায় (reg.admin3@du.ac.bd) জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসকেবি/আরআইএস