ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ থেকে শনাক্ত করা হয়েছে।
রোববার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন।
প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, হাফিজুরের মরদেহ শনাক্ত করা হয়েছে। ঘটনার কারণ বের করতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঈদের পরদিন (১৫ মে) নিজ বাসা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন হাফিজুর। বন্ধুদের সঙ্গে রাতে কার্জন হলে আড্ডা দেন। রাত ৯ টার দিকে বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করলেও আর বাসায় ফেরেননি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। ছেলের সন্ধান পেতে থানায় জিডি করেন তার মা।
সংশ্লিষ্ট নিউজ: শাহবাগে নিজের গলায় ছুরিকাঘাত, ঢামেকে মৃত্যু
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ২৩, ২০২১
এসকেবি/কেএআর