ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ২৪, ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারে দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জসিম বলেন, ‘অনলাইনে ক্লাস করে তেমন সুবিধা করতে পারছি না। আর যেসব শিক্ষার্থীদের ল্যাব রয়েছে তারা আজকে এক বছরের ওপরে ল্যাব করতে পারছে না। আমরা পিছিয়ে পড়ছি। বাংলাদেশের সবকিছুই যদি স্বাস্থ্যবিধি মোতাবেক খোলা হয়ে থাকে তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেনো খোলা হবে না? সেশনজট, লকডাউন মিলিয়ে এক বর্ষেই তিন বছর পার করে ফেলেছি। এখন শুধুই হতাশা বাড়ছে, আত্মহত্যা ছাড়া অন্য কোনও উপায় দেখছি না। শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনা না থাকার কারণেই আজকে এই সমস্যায় রয়েছি আমরা। অতি শিগগিরই বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানাচ্ছি। ’

চারুকলা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘বলা হয়ে থাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির বিবেক। আমরা যদি এখন জ্ঞানের কথা চিন্তা না করতে পারি তাহলে কখনোই উন্নতি সম্ভব না। ২০১৯ সাল থেকে আজ অবধি তৃতীয় বর্ষেই আছি। শপিংমল থেকে শুরু করে সবকিছুই কমবেশি খোলা রয়েছে, বন্ধ রয়েছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের উচিত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া। ’

রসায়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রাণ রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের কবির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানতে না পারলে গার্মেন্টস কর্মীরা কিভাবে স্বাস্থবিধি মেনে চলে এটাই বোধগম্য হয় না। সরকার শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিবে বলে আশা করছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৪, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।