ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের নামে মামলার নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের নামে মামলার নির্দেশ ইসির

ঢাকা: পিরোজপুর-২ আসনের আওতাধীন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের নামে মামলা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ইসির উপসচিব মো. আব্দুছ সালামকে মিরাজের নামে ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসারকে বাদী হয়ে মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।


 
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, পিরোজপুর-২ নির্বাচনী এলাকার মিরাজুল ইসলাম মিরাজ গত ২৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ এর উপস্থিতিতে নির্বাচনী এলাকায় অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ, অশালীন, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেন। ফলে বর্ণিত ব্যক্তি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এর দফা ৩(ক) ও সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি মাননীয় নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। এ অবস্থায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ বিবেচনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও বর্ণিত আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) বিধির অধীনে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
 
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।