ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুরে ২টিতে নৌকা, একটিতে ঈগল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
মাদারীপুরে ২টিতে নৌকা, একটিতে ঈগল জয়ী

মাদারীপুর: জেলার তিনটি আসনের মধ্যে দুইটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক এবং একটিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

বিজয়ীরা হলেন মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম।

মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নূর-ই-আলম চৌধুরী একলাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিক পেয়েছেন একহাজার ৮২৬ ভোট।  

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের শাজাহান খান দুইলাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী একেএম নূরুজ্জামান পেয়েছেন তিন হাজার ৪১৫ ভোট। অন্যদিকে, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন তিন হাজার ১৯ ভোট। বাংলাদেশ সুপ্রিমপার্টির একতারা প্রতীকের ইউসুফ আলী সুমন পেয়েছে একহাজার ৬৬৩ ভোট।

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মো. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মোহাম্মাদ আব্দুল খালেক পেয়েছেন ৫৩৩ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে প্রবীণ হালাদার পেয়েছেন ৪৩৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের নিতাই চক্রবর্তী পেয়েছেন ১৯৩ ভোট।

মাদারীপুরের ৩৭৯টি ভোটকেন্দ্র উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার তিনটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। জেলার তিনটি আসনে মোট ১০ লাখ ৬৬ হাজার ৯১৫ জন ভোটারর রয়েছেন। যার মধ্যে নারী ভোটার পাঁচলাখ ১৩ হাজার ৩৩৬ জন, পুরুষ ভোটার পাঁচলাখ ৫৩ হাজার ৫৬৭ জন এবং হিজরা ভোটার ১২ জন।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।