ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শুক্রবার রাষ্ট্রীয় বাসভবনে উঠছেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
শুক্রবার রাষ্ট্রীয় বাসভবনে উঠছেন সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নিজ বাসভবন থেকে রাষ্ট্রীয় বাসভবনে উঠছেন শুক্রবার। সিইসির বাসভবনে নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশকে (ডিএমপি) ইতিমধ্যে নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব আবুল কাসেমের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে- সিইসি উত্তরার নিজ ভবনের পরিবর্তে বরাদ্দকৃত মিন্টু রোডের বাংলোতে উঠবেন শুক্রবার (৬ অক্টোবর)। তাই পুলিশ প্রটেকশনযোগে ওই বাংলো থেকে আগারগাঁওয়ের তার অফিসে (নির্বাচন ভবন) আনা-নেওয়াসহ বাসভবনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ প্রটেকশন প্রয়োজন।

সিইসিকে অফিসে আনা-নেওয়াসহ বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনায় ডিএমমি কমিশনারকে পুলিশ প্রকেটশন নিয়োগ করার জন্যও বলা হয়েছে।

নির্দেশনার অনুলিপি মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছেও পাঠানো হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়ে ওইদিন বিকেলেই অফিস করেন সিইসি নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন। নুরুল হুদা তারও আগে থেকেই উত্তরায় বসবাস করছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।