ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কেসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সাধারণ ৩১ এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে মহানগর বিএনপি।

বুধবার (১১এপ্রিল) রাতে মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন:

ওয়ার্ড নং ১ মো. মহিউদ্দিন, ওয়ার্ড নং ২ সাইফুল ইসলাম, ওয়ার্ড নং ৩ শেখ গাউস হোসেন, ওয়ার্ড নং ৪ উন্মুক্ত, ওয়ার্ড নং ৫ সাজ্জাদ হোসেন তোতন, ওয়ার্ড নং ৬ শামসুদ্দিন প্রিন্স, ওয়ার্ড নং ৭ সুলতান মাহমুদ পিন্টু, ওয়ার্ড নং ৮ ডালিম হাওলাদার, ওয়ার্ড নং ৯ শেখ জাহিদুল ইসলাম, ওয়ার্ড নং ১০ শেখ ফারুক হিল্টন, ওয়ার্ড নং ১১ সরদার ইউনুস আলী, ওয়ার্ড নং ১২ এইচ এম সালেক, ওয়ার্ড নং ১৩ ইমতিয়াজ আলম বাবু, ওয়ার্ড নং ১৪ শেখ আবুল কালাম, ওয়ার্ড নং ১৫ আব্দুর রহমান ডিনো, ওয়ার্ড নং ১৬ শেখ জামিরুল ইসলাম, ওয়ার্ড নং ১৭ শেখ হাফিজুর রহমান, ওয়ার্ড নং ১৮ হাফিজুর রহমান মনি, ওয়ার্ড নং ১৯ আশফাকুর রহমান কাকন, ওয়ার্ড নং ২০ গাউসুল আযম, ওয়ার্ড নং ২১ মোল্লা ফরিদ আহমেদ, ওয়ার্ড নং ২২ মো. মাহবুব কায়সার, ওয়ার্ড নং ২৩ মো. সাব্বির হোসেন, ওয়ার্ড নং ২৪ শমসের আলী মিন্টু, ওয়ার্ড নং ২৫ আনিসুর রহমান আরজু, ওয়ার্ড নং ২৬ মনিরুল ইসলাম, ওয়ার্ড নং ২৭ হাসান মেহেদী রিজভী, ওয়ার্ড নং ২৮ ওয়াহিদুর রহমান দীপু, ওয়ার্ড নং ২৯ গিয়াসউদ্দিন বনি, ওয়ার্ড নং ৩০ উন্মুক্ত ও ওয়ার্ড নং ৩১ এইচ এম আসলাম।

সংরক্ষিত ওয়ার্ডে যারা মনোনয়ন পেয়েছেন:

ওয়ার্ড নং ১ লায়লা আরজুমান বানু, ওয়ার্ড নং ২ উন্মুক্ত, ওয়ার্ড নং ৩ পাপিয়া রহমান পারু, ওয়ার্ড নং ৪ আফরোজা জামান, ওয়ার্ড নং ৫ আনজিরা খাতুন, ওয়ার্ড নং ৬ হাসনা হেনা, ওয়ার্ড নং ৭ শামসুন নাহার লিপি, ওয়ার্ড নং ৮ আজিজা খানম এলিজা, ওয়ার্ড নং ৯ মাজেদা খাতুন ও ওয়ার্ড নং ১০ রোকেয়া ফারুক।

বাংলাদেশ সময়: ০২৩৮  ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।