ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খালেকের তথ্য গোপনের অভিযোগের শুনানি অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
খালেকের তথ্য গোপনের অভিযোগের শুনানি অনুষ্ঠিত

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় আ’লীগের মেয়র প্রার্থী তার আইনজীবী ও তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত ছিলেন।

বিএনপির মেয়র প্রার্থী ও অভিযোগকারী নজরুল ইসলাম মঞ্জুও তার আইনজীবীসহ উপস্থিত ছিলেন।

প্রায় ঘণ্টাব্যাপী শুনানির সময় উভয় প্রার্থী তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আপিল বোর্ডের প্রধান খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

মেয়র প্রার্থীদের পাশাপাশি ২৫ জন কাউন্সিলর প্রার্থীর আপিল আবেদনের শুনানিও অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি।  

নিয়ম অনুযায়ী ২১ এপ্রিলের মধ্যে আপিলের সববিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯ , ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।