ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকে ১০ মেয়র প্রার্থীসহ ২১৯ জনের মনোনয়ন সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
সিসিকে ১০ মেয়র প্রার্থীসহ ২১৯ জনের মনোনয়ন সংগ্রহ আরিফুল হক, কামরান এবং সেলিম

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১০ মেয়র প্রার্থীসহ ২১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার (২৪ জুন) সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

রোববার মেয়র পদে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

এর আগে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের, মুক্তাদির হোসেন তাপাদার, বিএনপি নেতা আব্দুল কাইযুম জালালী পংকী, স্বতন্ত্র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সিপিবি বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর।

এ পর্যন্ত মেয়র ১০ জন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই রোববার-সোমবার (০১ ও ০২ জুলাই) ও প্রত্যাহার সোমবার (৯ জুলাই)। সোমবার (৩০ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।