ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘলাইন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘলাইন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। যদিও এরমধ্যে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখেপড়ার মতো।

ঝই-ঝামেলা এড়াতে সকাল সকালেই ভোট দেওয়াটা স্বস্তির বলেই মনে করছেন তারা। তাই কোনো কোনো কেন্দ্রে একটির জায়গায় দু'টি লাইনও দেখা গেছে, আবার কোথাও লাইন কেন্দ্রের সীমান ছুঁয়েছে।

তবে অনেকে জানাচ্ছেন নারীদের সকালে গৃহস্থলির কাজ থাকায় দুপুরের পরেই বেশিরভাগ নারীরা ভোট দিতে কেন্দ্রে আসবেন। কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি।                                          ছবি: বাংলানিউজবরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা রাশিদা বেগম বাংলানিউজকে বলেন, ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। তাই সকাল সকালই ভোট দিতে কেন্দ্রে আসলাম। ভোট শুরু হওয়ার ১৫ মিনিটি আগেও এসে লাইনে দাঁড়িয়ে আছি।

সরকারি মহিলা কলেজের ছাত্রী শামীমা ইসলমা ইমা বলেন, প্রথমবারের মতো ভোট দিতে এসে বেশ উৎসাহ বোধ করছি। সঙ্গে বাবা-মাও এসেছেন। তবে নিজের ভোট  পছন্দের দলের প্রার্থীকেই দেবো।

এদিকে নগরের কবরস্থান রোড এলাকার বাসিন্দা ৫৫ বছরের রীতা রানি বলেন, প্রথমবারের মতো ডিজিটাল মেশিনে ভোট দিলাম। খুব সহজ ও ভালোভাবেই ভোট দিয়েছি। তবে বাসায় কাজ থাকায় আমার দুই মেয়ে আসবেন দুপুরের পর। তবে যদি পরিবেশ ভালো থাকে তাহলে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের চতুর্থবারের এই নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে চারটি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএম এ ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ রয়েছে। শেষদিকে এসে ৭ মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু আওয়ামী লীগের মেয়রপ্রার্থীকে সমর্থন দেওয়ায় মাঠপর্যায়ে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।