ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেট সিটি নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
সিলেট সিটি নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

সিলেট: সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এই ভোটারের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক লাখ ৯৮ হাজার ৬৫৭ জন। ভোট দেননি এক লাখ ২৩ হাজার ৭৫ জন। মোট ভোট কাস্ট হয়েছে ৬২ শতাংশ। 

সোমবার (৩০ জুলাই) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এরআগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সিসিকের ১৩৪টি কেন্দ্রের ১৩২টির ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অন্য দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, এ কেন্দ্র দু’টিতে নির্বাচন হবে কি-না এ বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

>>আরও পড়ুন...দুই সিটিতে আওয়ামী লীগের জয়, সিলেটে অপেক্ষা

নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয় প্রার্থী, সংরক্ষিত নয়টি ওয়ার্ডে ৬২ জন এবং সিসিকের ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২৬ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে প্রাপ্ত মোট ভোট এক লাখ ৯১ হাজার ২৮৯টি। বাতিল ভোট রয়েছে ৭ হাজার ৩৬৭টি।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।