ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘বাতিল তালিকা থেকে ফিরে’ ভাইস চেয়ারম্যান খাদিজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
‘বাতিল তালিকা থেকে ফিরে’ ভাইস চেয়ারম্যান খাদিজা খাদিজা বেগম/ ফাইল ফটো

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী খাদিজা বেগম। হলফ নামায় শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকা ও ঋণ খেলাপির কারণে বাতিল হলেও আপিলে বৈধ হয় তার মনোনয়ন।

আর বাতিল তালিকা থেকে বেরিয়ে আসা খাদিজা একমাত্র প্রার্থী হিসেবে কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা খাদিজা বেগমকে বিজয়ী ঘোষণা করে ফরম ‘ঙ’তে স্বাক্ষর করে দেন। সিলেটের ১২টি উপজেরার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিনিই একমাত্র প্রার্থী।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কানাইঘাট উপজেলাবাসীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খাদিজা।

এদিকে নির্বাচনী প্রতীক বরাদ্দের সময় উপস্থিত লোকজন বলেন, খাদিজা বড়ই ভাগ্যবান, বাছাইয়ে বাতিল হয়ে আপিলে ফিরেই ভাইস চেয়ারম্যান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।