তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সারোয়ার চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৯২ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে রিটার্নিং কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস এ ফলাফল ঘোষণা করেন।
পদত্যাগের পর চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় সকাল থেকে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনার পর বিএনপি প্রার্থীকে চূড়ান্ততভাবে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়।
ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ৯৯৯। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫০০ জন, নারী ভোটার ৮হাজার ৪৯৯ জন। উপ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেয়।
বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএটি