ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কটিয়াদীতে ৯ ইউপির ৭টিতেই নৌকার পরাজয় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কটিয়াদীতে ৯ ইউপির ৭টিতেই নৌকার পরাজয় 

কিশোরগঞ্জ: চতুর্থ দফায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতটিতেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা।  

স্বতন্ত্র হিসেবে বিজয়ী সাত প্রার্থী হলেন-উপজেলার আচমিতা ইউনিয়নে মতিউর রহমান (প্রতীক: ঘোড়া), করগাঁও ইউনিয়নে নাদিম মোল্লা (প্রতীক: চশমা), মুমুরদিয়া ইউনিয়নে আলা উদ্দিন সাবেরি (প্রতীক: মোটর সাইকেল), মসূয়া ইউনিয়নে আবু বকর সিদ্দিক (প্রতীক: আনারস), লোহাজুড়ি ইউনিয়নে হায়দার মারুয়া (প্রতীক: ঘোড়া), জালালপুর ইউনিয়নে রফিকুল আলম (প্রতীক: চশমা) ও বনগ্রাম ইউনিয়নে জসিম উদ্দিন (প্রতীক: আনারস)।

 

আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন-সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নে আবুল কাসেম আকন্দ ও চান্দপুর ইউনিয়নে মাফুজুর রহমান।  

বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা যায়, আচমিতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান (প্রতীক: ঘোড়া) ছয় হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

করগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিম মোল্লা (প্রতীক: চশমা) ছয় হাজার ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

মুমুরদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলা উদ্দিন সাবেরি (প্রতীক: মোটর সাইকেল) সাত হাজার ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

মসূয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক  ১০ হাজার ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

লোহাজুড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হায়দার মারুয়া সাত হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

জালালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম পাঁচ হাজার ৫৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বনগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন আট হাজার ৮৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাসেম আকন্দ মাত্র ১৭৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৭১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবলু (প্রতীক: আনারস) পাঁচ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন।

চান্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাফুজুর রহমান আট হাজার ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।