ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটে বড়বাড়ি ইউপি উপ-নির্বাচনে ছাত্রদল নেতা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
লালমনিরহাটে বড়বাড়ি ইউপি উপ-নির্বাচনে ছাত্রদল নেতা জয়ী নাজমুল হুদা লিমন

লালমনিরহাট: ৮ হাজার ৯৪১ ভোট পেয়ে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ মনোনীত এসএম আশরাফুল হক মিঠু (নৌকা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জয়ী নাজমুল হুদা লিমন এ নির্বাচনে সাবেক চেয়ারম্যান প্রায়ত হাবিবুর রহমান হবির ছেলে।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান হবির মৃত্যুর পর এ পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে বুধবার (২ নভেম্বর) ভোটগ্রহণের সময় নির্ধারণ করে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।