মৌলভীবাজার: মৌলভীবাজারে ব্যালট পেপার ছিনতাইয়ের তথ্য ও চিত্র ধারনের সময় বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টসহ বেসরকারি দুই টেলিভিশন ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ সময় ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পরস্পরকে দোষারোপ করেছেন।
মৌলভীবাজার সদর পৌরসভার মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় বেসরকারি এসএটিভির সাংবাদিক পান্না দত্ত, সময় টিভির অলিউর রহমান ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুব এবং বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান রাহেল লাঞ্ছনার শিকার হন।
এছাড়া ব্যালট পেপার ছিনতাইয়ের ফুটেজ ধারণ করতে গেলে ব্যালট ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে কয়েকজন সাংবাদিককে মাটিতে ফেলে দেয়।
এ বিষয়ে বিএনপির মেয়রপ্রার্থী অলিউর রহমান অভিযোগ করে বলেন, এসব ঘটনা আওয়ারী লীগ প্রার্থীর সর্মথকরা ঘটিয়েছে। তারা জোর করে বিএনপির বিজয় ছিনিয়ে নিতে চায়।
অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলুর রহমান বলেন, ব্যালট ছিনতাইয়ের অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তারা ২০০৪ সালে ব্যালট ছিনতাই করে পৌরসভায় ক্ষমতায় বসেছিল। আবারও একই পাঁয়তারা করছে। এটা বিএনপির প্রার্থীর বাসার কাছের কেন্দ্র। তার ভাই এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগ এ ধরনের কাজে জড়িত নয়।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআইএস/জেডএস/জেডএম