ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা নির্বাচন বর্জন করলেন বিএনপি ও স্বতন্ত্র দুই জন মেয়র প্রার্থী।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভোট বর্জনের ঘোষণা দেন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মো. মনতাজ মিঞা এবং স্বতন্ত্র প্রার্থী ‘মোবাইল ফোন’ প্রতীকের সৈয়দ মশিউর রহমান বাবুল ও নারিকেল গাছ প্রতীকের সোহেল ভূঁইয়া।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের প্রতি নানা অভিযোগ তুলে তারা এ সিদ্ধান্তে ‘বাধ্য’ হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এদিন বেলা পৌনে ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনতাজ অভিযোগ করেন, আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কায়সার জীবনের নেতৃত্বে আওয়ামী সমর্থকরা দেবগ্রাম বাদে বাকি ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে।
‘ঘটনা আঁচ করার পর আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেই। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করায় বাধ্য হয়ে নির্বাচন বর্জন করছি’- বলেন তিনি।
স্বতন্ত্র প্রাথী বাবুল ও সোহেল ভূঁইয়াও সংবাদকর্মীদের জানান, বাধ্য হয়ে নির্বাচন বর্জন করছেন তারা।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/এসআর