ফেনী: ফেনীর দাগনভূঞাঁ পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দাগনভূঞাঁ একাডেমি কেন্দ্র থেকে ১০ জন, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন ও কামাল আতাতুর্ক হাইস্কুল কেন্দ্র থেকে ২ জনকে আটক করে পুলিশ।
দাগনভূ়ঞাং একাডেমি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুর রশিদ বাংলানিউজকে জানান, জাল ভোট দেওয়ার সময় ৬ নারী ও ৪ পুরুষকে আটক করা হয়।
পরে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নির্দেশে তাদের দাগনভূঞাঁ থানা হাজতে পাঠানো হয়।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর