ঢাকা: অনিয়ম, কেন্দ্র দখল ও প্রভাব খাটিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আরো তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ওই তিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করেন বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন।
তিনি বলেন, ভোটগ্রহণ চলাকালে দুর্বৃত্তরা এসব কেন্দ্রে প্রবেশ করে ব্যালটে সিল মারা শুরু করে। এতে সাধারণ মানুষের ভোট বাধাগ্রস্ত হচ্ছিল। তাই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এর আগে আরো চৌমুহনীর আরো চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। সেগুলো হলো, হাজী নবদিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসা।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেপি/এসআর