ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

দাগনভূঞায় আ’লীগ প্রার্থী ওমর ফারুক আবারও নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দাগনভূঞায় আ’লীগ প্রার্থী ওমর ফারুক আবারও নির্বাচিত ওমর ফারুক খান

ফেনী: ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওমর ফারুক খান নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৫৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) ২ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।



বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৬৯২ ভোটারের মধ্যে নৌকা ৮৬৬ ও ধানের শীষ ১ হাজার ১০১, উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩২৮ ভোটারের মধ্যে নৌকা ৩৯৭ ও ধানের শীষ ৩৪০, আতাতুর্ক মডেল হাইস্কুল কেন্দ্রে ১ হাজার ৩৩৬ ভোটারের মধ্যে নৌকা ৬৯০ ও ধানের শীষ ২৪৫, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯০৪ ভোটারের মধ্যে নৌকা ৭৫১ ও ধানের শীষ ১৬৪, জগতপুর ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৩০ ভোটারের মধ্যে নৌকা ২ হাজার ১১৭ ও ধানের শীষ ১০১, দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৭৩ ভোটারের মধ্যে নৌকা ৫১৯ ও ধানের শীষ ৯, রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮৩৬ ভোটারের মধ্যে নৌকা ১হাজার ৪৭৩ ও ধানের শীষ ১৯, কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩৬৬ ভোটারের মধ্যে নৌকা ৮শ’ ও ধানের শীষ ১৩৫, উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০৭ ভোটারের মধ্যে নৌকা ১হাজার ৭৩৮ ও ধানের শীষ ৮০ ও দাগনভূঞা একাডেমি কেন্দ্রে ৩ হাজার ৯৯ জন ভোটারের মধ্যে নৌকা ২ হাজার ২৩০ ও ধানের শীষ ১৪৮ ভোট পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।