ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন: বাগমারায় আ.লীগ ৯, বিএনপি ৩, অন্যান্য ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ইউপি নির্বাচন: বাগমারায় আ.লীগ ৯, বিএনপি ৩, অন্যান্য ৪

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।

এতে ১৬টি ইউনিয়নের মধ্যে নয়টিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি, একটিতে কমিউনিস্ট পার্টি এবং বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, গোবিন্দপাড়া ইউনিয়নে জয়ী হয়েছেন কমিউনিস্ট পার্টির প্রার্থী বিজন কুমার সরকার। নরদাস ইউপিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আবদুল মতিন। দ্বীপপুর ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মখলেসুর রহমান দুলাল।

বড় বিহানালী ইউনিয়নে জয় লাভ করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুর রহমান মিলন। আউচপাড়া ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সরদার জান মোহাম্মদ। শ্রীপুর ইউনিয়নেও জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন মৃধা।

অন্যদিকে বাসুপাড়া ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবদুল জব্বার। কাচারী কোয়ালীপাড়ায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের আয়েন উদ্দিন। শুভডাঙ্গা ইউনিয়নেও চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের আবদুল হাকিম।

মাড়িয়া ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আসলাম আলী, গণিপুরে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান রঞ্জু। ঝিকড়া ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের আবদুল হামিদ। গোয়ালকান্দী ইউনিয়নেও জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলমগীর সরকার।

অন্যদিকে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন। যোগীপাড়ায় ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের মোস্তফা কামাল। সোনাডাঙ্গা ইউনিয়নেও জয়ী হয়েছেন আওয়ামী লীগের আজহারুল হক।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আশঙ্কা থাকলেও এই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ৭ মে উপজেলার এই ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে সহিংসতার আশঙ্কায় ভোট গ্রহণের দু’দিন আগে ওই নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর ইসি নতুন করে এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।

স্থগিত হয়ে যাওয়া ওই নির্বাচন আবার অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৫২৪ জন।

এর মধ্যে এক লাখ ২০ হাজার ৪৩১ জন পুরুষ এবং এক লাখ ২২ হাজার ৯৩ জন নারী। চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪৩৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।