ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বুধবার কুসিক নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বুধবার কুসিক নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ঢাকা: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টা। বুধবার সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই প্রতীক নিয়ে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।

নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে সকল প্রচারণা বন্ধ করতে হয়। কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ৩০ মার্চ সকাল ৮টায়।

তাই ২৮ মার্চ মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা ‍চালাতে পারবেন। তবে কোনো প্রকার মিছিল, শোভাযাত্রা করতে পারবেন না।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মামুনুর রশিদ। এছাড়া কাউন্সিলর পদে ১৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৩২৯ জন আর মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫ জন। মোট ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি করপোরেশন গঠিত।

নির্বাচনে মোট ৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।