ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আ'লীগের মমতাজুল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আ'লীগের মমতাজুল জয়ী

নীলফামারী: নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (আনারস) অ্যাডভোকেট মমতাজুল হক ৫৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (মোটরসাইকেল) পেয়েছেন ৩১৮ ভোট।

 

সোমবার (১৭ অক্টোবর) নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ছয় উপজেলায় মোট ভোটের সংখ্যা ছিল ৮৫৮। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৫২ জন।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক আনারস এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া দুটি সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে মোট ১১ জন এবং ছয়টি সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।